একান্ত আপন
আপনার নিজের বলতে যখন সবটুকু হয়ে যাবে, আপনি তখন আর সোশ্যাল মানুষ থাকতে চাইবেন না। আপনি ধীরে ধীরে পার্সোনাল হয়ে উঠবেন।
আপনার সকালের চা, বিকেলের হাঁটি হাঁটি পা পা স্টোরিতে উঠবে না। আপনার পড়ে ফেলা বইয়ের পাতা আর স্ট্যাটাসে আসবে না। আপনার শহরের রাস্তা,বৃষ্টির-রিমঝিম, রেস্তোরা, রাতের এজলাস আর কাউকে দেখাতে ইচ্ছে করবে না। হুট করে একদিন আপনি পাহাড়ে কিংবা ঝর্নায় চলে গেলে কেউ খোঁজও পাবে না। দু-চারটে রঙ্গিন ছবি কতদিন পর ফেসবুকের পাতায় রাখবেন আপনি নিজেও জানবেন না। আপনি আসবেন হুট করে চলে যাবেন হুট করে।
নিজের মানুষ হয়ে যাবার পর অন্য কারো সাথে আর প্রতিযোগিতা হয় না। তখন ব্যাপারটা একান্তই মুহুর্তে বাঁচা হয়ে ওঠে। ব্যাক্তিগত মানুষ মানেই অনেক অনেক গোপন থাকা। জমিয়ে রাখা।
তাই আজকাল ফেসবুকে 'What's on your mind' ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে লিখবার কিছু থাকে না...

Comments
Post a Comment